কাতারে নেইমারের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর কান্না ছুঁয়ে গেছে ফুটবলবিশ্বকে। বড় স্বপ্ন নিয়ে নিজের শেষ বিশ্বকাপ খেলতে এসেছিলেন পর্তুগিজ যুবরাজ। কিন্তু মরক্কোর বিপক্ষে হারের পর কাঁদতে কাঁদতে মাঠ ছেড়ে যেতে হয় তাকে। সেই ধাক্কা সামলে কিছুটা ধাতস্থ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দিয়েছেন আবেগঘন বার্তা।
পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতাটা ছিল আমার সবচেয়ে বড় স্বপ্ন। দুঃখজনকভাবে সেই স্বপ্নটা শেষ হয়ে গেছে।
শুধু দলের হারে বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয়েছে সিআর সেভেনের, বিষয়টা এখানেই শেষ নয়। তার মতো সর্বকালের অন্যতম সেরা তারকাকে শেষ ষোলো ও শেষ আটের ম্যাচ দুটিতে বেঞ্চে বসিয়ে রাখেন কোচ ফার্নান্দো সান্তোস। সব মিলিয়ে কাতার বিশ্বকাপটা দ্রুতই স্মৃতি থেকে মুছে ফেলার চেষ্টা করবেন রোনালদো।
দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা বলেন, ‘ক্লাব পর্যায়ে আমি অনেক শিরোপা জিতেছি। পর্তুগালের হয়েও জিতেছি অনেক কিছু। কিন্তু পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতাটা ছিল আমার সবচেয়ে বড় স্বপ্ন। দুঃখজনকভাবে সেই স্বপ্নটা শেষ হয়ে গেছে।’
রোনালদো আরও যোগ করেন, ‘স্বপ্নপূরণে আমি শেষ পর্যন্ত লড়াই করে গেছি। পাঁচটি বিশ্বকাপে মাঠে নেমেছি। দারুণ সব খেলোয়াড়ের সঙ্গ পেয়েছি। এত দিন ধরে একটানা সমর্থন জোগানোর জন্য সমর্থকদের ধন্যবাদ জানাই। নিশ্চিত করতে চাই, লড়াই থেকে আমি কখনো সরে আসিনি; কখনো হাল ছাড়িনি।’