রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৫ পূর্বাহ্ন




সংসদের ২১তম অধিবেশন ৫ জানুয়ারি

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ ৬:৩৮ pm
JS Bangladesh National Parliament Jatiya Sangsad Bhaban House জাতীয় সংসদ ভবন পার্লামেন্ট বাজেট পাস
file pic

চলতি একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে সোমবার এ অধিবেশন আহ্বান করেছেন।নতুন বছরের প্রথম এই অধিবেশন ওই দিন বিকাল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বসবে।

বছরের প্রথম অধিবেশন হওয়ায় সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে রাষ্ট্রপতি অধিবেশনের প্রথম দিন ভাষণ দেবেন। পরে তার এই ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। সব শেষে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করবে জাতীয় সংসদ।

সংসদ সচিবালয় সূত্র জানায়, এই অধিবেশন হবে সংক্ষিপ্ত। একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে গঠিত হয় একাদশ জাতীয় সংসদ।

এর আগের ২০তম অধিবেশন শেষ হয়েছিল গত ৬ নভেম্বর। গত ৩০ অক্টোবর শুরু হওয়া ওই অধিবেশন চলে ৬ কার্যদিবস। ওই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৪৪টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তিনি উত্তর দেন ১৪টির।অন্য মন্ত্রীদের জন্য ১০১৩টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে ৪৩৯টির উত্তর দেন তারা। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া যায় ৯১টি। বিল পাস হয় ৪টি।




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD