বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:০৯ অপরাহ্ন




ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, সম্পাদক ইনান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ১২:৫৩ am
Bangladesh Chhatra League BCL বাংলাদেশ ছাত্রলীগ
file pic

ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হওয়া সাদ্দাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। আর সাধারণ সম্পাদক পদে আসা শেখ ওয়ালী আসিফ (ইনান) বিদায়ী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্র।

কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হয়েছেন মাজহারুল কবির (শয়ন), সাধারণ সম্পাদক হয়েছেন তানভীর হাসান (সৈকত)। মাজহারুল বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের আর তানভীর হাসান থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক করা হয়েছেন সাগর আহমেদকে (শামীম)। মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের সভাপতি করা হয়েছে রাজিবুল ইসলামকে (বাপ্পী), আর সাধারণ সম্পাদক হয়েছেন সজল কুণ্ডু।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে গণভবনের সামনে ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নতুন কমিটির শীর্ষ নেতাদের নাম ঘোষণা করেন। এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘প্রার্থীদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষা করে ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নতুন কমিটির নেতাদের নাম অনুমোদন করেছেন। দলের সাধারণ সম্পাদক হিসেবে সভাপতির পক্ষ থেকে আমি নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করছি৷’

৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলন হয়। এর আগে ২ ডিসেম্বর একই স্থানে সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার বার্ষিক সম্মেলন হয়৷ তার আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD