বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৫:০২ অপরাহ্ন




ডিসেম্বরে মূল্যস্ফীতি কমেছে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২ জানুয়ারী, ২০২৩ ৭:৩৬ pm
বন্দর আমদানি বাণিজ্য import trade trade Export Promotion Bureau EPB Export Market বাণিজ্য রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি export shop food ভোজ্যতেল চিনি আটা vegetable Vegetables mudi dokan bazar মুদি বাজার নিত্য পণ্য দোকান mudi dokan bazar মুদি বাজার নিত্য পণ্য দোকান romzan ডলার রোজা রমজান পণ্য ভোগ্যপণ্যের আমদানি এলসি ভোগ্যপণ্য খালাস স্থলবন্দর বাজার bazar shop food ভোজ্যতেল চিনি আটা vegetable Vegetables mudi dokan bazar মুদি বাজার নিত্য পণ্য দোকান mudi dokan bazar মুদি বাজার নিত্য পণ্য দোকান
file pic

গত বছরের ডিসেম্বর মাসে সামগ্রিক মূল্যস্ফীতি আরও কমে ৮ দশমিক ৭১ শতাংশে নেমে এসেছে। এ আগে নভেম্বরে সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৮৫ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যে এমনটিই দেখা গেছে। এ মাসে বেশিরভাগ খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল থাকায় মূল্যস্ফীতি কমেছে।

সেপ্টেম্বর থেকে ভোক্তামূল্যের নিম্নমুখী প্রবণতা শুরু হয়। মূল্যস্ফীতি কমার দিক দিয়ে ডিসেম্বর ছিল টানা চতুর্থ মাস। এর আগে আগস্টে মূল্যস্ফীতি ১০ বছরের মধ্যে সর্বোচ্চ ৯ দশমিক ৫২ শতাংশে উন্নীত হয়।বিবিএস তথ্যে দেখা গেছে, ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি নভেম্বরের ৮ দশমিক ১৪ শতাংশ থেকে ৭ দশমিক ৯১ শতাংশে নেমে এসেছে। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি আগের মাসের ৯ দশমিক ৯৮ শতাংশ থেকে কমে হয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD