সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৫ অপরাহ্ন




ইসির নীতিমালা নিয়ে সাংবাদিকদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: সিইসি

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ৪:৪১ pm
Kazi Habibul Awal কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার সিইসি ইসি cec ec election
file pic

নির্বাচন কমিশন (ইসি) প্রণীত নতুন নীতিমালা নিয়ে সাংবাদিকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, ‘এটি (ইসির নীতিমালা) নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। কোনো ডকুমেন্টই (নথিপত্র) চিরস্থায়ী নয়। প্রয়োজনে সংযোজন-বিয়োজন করা হবে।’

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘সংবাদ সংগ্রহে আমরা সাংবাদিকদের জন্য একটা নীতিমালা করেছি। এটা নিয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সেটা আমরা মিডিয়া থেকে জানতে পেরেছি। বিষয়টি নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি।’

সিইসি বলেন, ‘আমরা যে কথাটা আপনাদের বলতে চাই, সেটা হলো কোনো ডকুমেন্ট যদি প্রয়োজন হয়, সময়ের সঙ্গে পরিবর্তন করা যায়। যে নীতিমালাটা করেছি, সেটা নিয়ে নিজেদের মধ্যে আরও আলোচনা করবো। বিভিন্ন সূত্র থেকে যেসব মতামত বা সমালোচনা আসবে বা এসেছে, সেগুলোও আমরা বিবেচনায় নেবো। পরীক্ষা-নিরীক্ষা করে দেখবো যে, নীতিমালায় কোনো অধিকতর সংশোধন, সংযোজন বা বিয়োজনের কোনো প্রয়োজন আছে কিনা। এ বিষয়গুলো আমরা দেখে যথাসময়ে সিদ্ধান্ত নেবো। এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন কমিশন স্বচ্ছতা চায়। নির্বাচন কমিশন সুশৃঙ্খল, সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক, সেই জিনিসটা চায়। সেই লক্ষ্য নিয়েই আমরা সব বিষয়ে একটা শৃঙ্খলা বিধানের চেষ্টা করবো। অবাধ, নিরপেক্ষ নির্বাচন যাতে বাধাগ্রস্ত না হয়, সেই জিনিসটা মাথায় রেখেই হয়তো নীতিমালাটা করেছি। তারপরও যেহেতু আপনারা নির্বাচন পর্যবেক্ষণের কাজটা করবেন, আপনাদের মতামতগুলো নিয়ে আমরা বসে আরও আলোচনা করে সিদ্ধান্ত নেবো। আপনাদের যথাসময়ে অবহিত করবো।’




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD