মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বাণিজ্যের বড় অংশীদার হলেও আমরা মনে করি না যে বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে স্বল্প মেয়াদে আমাদের অর্থনীতি এবং ব্যাংকিং খাতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন এসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) চেয়ারম্যান সেলিম আরএফ হোসেন।
বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আরএফ হোসেন বলেন, “যদি কোনো কারণে আমাদের ক্রেডিট রেটিং নেতিবাচকভাবে প্রভাবিত হয়, তাহলে আমাদের অর্থনীতিতে এর প্রভাব পড়বে।”
“যখন ব্যাংকের ক্রেডিট রেটিং কমে যায় তখন বিদেশি বাণিজ্যের জন্য ব্যাংকগুলোর অতিরিক্ত ফি দিতে হয়। এর ফলে খরচ অরেক বেড়ে যায়।”
তিনি বলেন বৈদেশিক বাণিজ্য, রপ্তানি, আমদানি আমাদের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। এবং বাণিজ্যের ক্ষেত্রে এসব বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ অবদান রাখছি। দেশের ভাবমূর্তি ভালো থাকলে ক্রেডিট রেটিং বাড়বে বলেও জানান তিনি।
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এই ভিসা নীতির আওতায় বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িতদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করার কথা জানিয়েছে দেশটি।