সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন




আছিব ব্রাদার্সের চা ব্যবসার লাইসেন্স বাতিল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ৭:৪৯ pm
Bangladesh Tea Board BTB বাংলাদেশ চা বোর্ড বাংলাদেশ-চা-বোর্ড tea tree Tea cured fresh leaves Camellia taliensis sinensis চা চাপাতা চা গাছ থেকে চা পাতা ক্যামেলিয়া সিনেনসিস tea চা sugar sugar sweet tasting soluble carbohydrates food monosaccharides glucose fructose galactose চিনি বস্তা সুক্রোজ গ্লুকোজ coffee sugar Coffee কফি cofee cultivetion কফি চাষ সফল tea tree
file pic

চা ব্যবসার লাইসেন্সের শর্ত লংঘন করে বেআইনিভাবে চা ব্লেন্ডিং ও মোড়কজাতকরণ এবং বিক্রয় ও বিপণন করায় আছিব ব্রাদার্স-এর খুচরা-পাইকারি (লাইসেন্স নং-১১০০৪০৪৭) এবং ব্লেন্ডার (লাইসেন্স নং-১৩০০৭২০০) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ চা বোর্ড।

সোমবার এক পত্রের মাধ্যমে লাইসেন্স বাতিল সংক্রান্ত আদেশ দেয় চা বোর্ড।

উল্লেখ্য, গত ১০-১২ সেপ্টেম্বর বাংলাদেশ চা বোর্ডের ভ্রাম্যমান আদালত চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বানুবাজার এলাকায় এবং আগ্রাবাদ বেপারি পাড়ায় ‘আছিব ব্রাদার্স’-এর চা গুদামে অভিযান পরিচালনা করে। অভিযানে প্রতিষ্ঠানটির গুদামে সাড়ে ৪ হাজার কেজি মেয়াদোত্তীর্ণ, দুর্গন্ধযুক্ত ও জমাটবাধা খণ্ড খণ্ড এবং ছত্রাক মিশ্রিত পঁচা চা জব্দ করা হয় এবং পুলিশ ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে এসব চা ধ্বংস করা হয়।

অভিযানে দেখা যায়, চা বোর্ডের খুচরা-পাইকারি লাইসেন্স প্রাপ্তির ৩নং শর্ত এবং ব্লেন্ডার লাইসেন্স প্রাপ্তির ২ নং ও ৩ নং শর্ত লংঘন করে আছিব ব্রাদার্স পঁচা ও দুর্গন্ধযুক্ত চা ব্লেন্ডিং করে Tea 24 Black Tea এবং Boom Boom Tea 24 নামক ব্রান্ডে বিক্রয় ও বিপণন করছিল।

চা ব্যবসার শর্ত ভংঙ্গ করে দীর্ঘদিন ধরে আছিব ব্রাদার্স এসব মেয়াদোত্তীর্ণ চা গুদামজাত এবং ব্লেন্ডিং করে নিজস্ব ব্রান্ডে বাজারজাত করছিল। এসব চা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। চা ব্যবসার অনিয়ম বন্ধে চা বোর্ড প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করলো।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD