বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন




যে কারণে দিবালাকে খেলাচ্ছেন না আর্জেন্টিনার কোচ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ ২:৫৪ pm
Argentina national football team Fifa World Cup আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল লিওনেল মেসি Lionel Messi পতাকা
file pic

তাতে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে— তবে কী ইনজুরি কাটিয়ে এখনো পুরোপুরি সুস্থ নন দিবালা? পোল্যান্ড ম্যাচের আগে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।আর্জেন্টাইন কোচ সরাসরি বলেন, কৌশলগত কারণে দিবালা সুযোগ পাচ্ছেন না। এটি মূলত ট্যাকটিক্যাল সিদ্ধান্ত। অন্য সতীর্থদের মতো সেও খেলতে চায়। আমরা দেখব, পরবর্তী ম্যাচে কী হয়।বাংলাদেশ সময় আজ রাত ১টায় নিজেদের তৃতীয় ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। মেসিদের জন্য এই ম্যাচ অঘোষিত নকআউট।

‘সি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সমীকরণে টিকে আছে চার দলই। তবে সরাসরি জয় পেলে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে আর্জেন্টিনার। পোল্যান্ডের বিপক্ষে আলবিসেলেস্তারা যখন লড়বেন, তখন গ্রুপের আরেক প্রস্থ হিসাব চলবে লুসাইল স্টেডিয়ামে। যেখানে মেক্সিকো আর সৌদি আরব চাইবে দ্বিতীয় রাউন্ডের ঠিকানা খুঁজে পেতে। হারভে রেইনারডের কৌশলকে ভয় পাওয়ার কথা নয় জেরার্ডো মার্টিনোর। মেক্সিকোর জয়ভিন্ন কোনো সমীকরণও নেই। তবে সৌদি আরবের রয়েছে। ড্র করলেও আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের নিরিখে দ্বিতীয়বারের মতো দ্বিতীয় রাউন্ডের দেখা পেয়ে যেতে পারে আরব ফ্যালকনরা।

মেসি-মারিয়াদের ড্রর সমীকরণেও বিপদের আশঙ্কা আছে। সে ক্ষেত্রে পোল্যান্ড তো যাবেই, সৌদি আরবের জয়- আর্জেন্টিনাকে ছিটকে ফেলতে পারে টুর্নামেন্ট থেকে। আর তাই জয়ছাড়া আর কোনো পরিকল্পনা নেই আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির কাছে।এমন নানা সমীকরণের গুরুত্বপূর্ণ ম্যাচে দিবালার জায়গা হবে কিনা, স্কালোনির কথাতে তা স্পষ্ট নয়। যদিও চলতি মৌসুমে রোমার হয়ে দারুণ ছন্দে ছিলেন এই ফরওয়ার্ড। ১২ ম্যাচে করেছেন ৭ গোল আর করিয়েছেন ২টি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD