ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। প্রযোজক হিসেবেও সমান সফল তিনি। ঘোষণা দিয়েছিলেন ১২ মাসে ১২টি সিনেমা প্রযোজনা করবেন। সেই ধারাবাহিকতায় এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমা নির্মাণ করেছেন ও মুক্তিও পেয়েছে।
যদিও মাঝখানে করোনা ও লকডাউনের কারণে সিনেমা নির্মাণে কিছুটা ব্যাঘাত ঘটে। এবার আবার নতুন সিনেমা প্রযোজনা করছেন ডিপজল। খুব শিগগিরই ‘আলী ভাই’ নামে নতুন সিনেমার মহরত করা হবে। সিনেমাটি নির্মাণ করবেন মনতাজুর রহমান আকবর।
তিনি জানান, নতুন বছরের শুরুতে ‘আলী ভাই’ নামের সিনেমার কাজ শুরু করা হবে। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন ডিপজল।
এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর, জয় চৌধুরী, শিরিন শিলা, নবাগত কাজলসহ অনেকে। ইতিমধ্যে ‘অমানুষ হলো মানুষ’, ‘যেমন জামাই তেমন বউ’, ‘বাংলার হারকিউলিস’, ‘ঘর ভাঙা সংসার’ এবং ‘জিম্মি’ নামের সিনেমার নির্মাণ কাজ শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে।