দেশসেরা মডেল আদিল হোসেন নোবেল। এ সময়ের অনেক মডেলের আইডল তিনি। এখনো মিডিয়ায় কাজ করছেন, তবে অনিয়মিত। চাকরি নিয়েই ব্যস্ততা বেশি। কাজ করছেন টেলিকম কোম্পানি রবিতে। সর্বশেষ দুটি ইলেকট্রনিক্স পণ্যের বিজ্ঞাপনে দেখা গেছে তাকে।
চলতি বছর তাকে আর কোনো নতুন কাজে দেখা না গেলেও নতুন বছর অর্থাৎ ২০২৩ সালে নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন বলে জানিয়েছেন তিনি। তবে সেটি কী এখনো তা নির্ধারণ করেননি। এ প্রসঙ্গে নোবেল বলেন, ‘আমি যেহেতু চাকরি করি, তাই এটা নিয়েই ব্যস্ত থাকতে হয়। যেটুকু সময় ছুটি পাই সেটা পরিবার নিয়েই কাটাই। তারপরও নতুন বছরে কিছু কাজ করার পরিকল্পনা আছে। দেখা যাক কী হয়।’
এদিকে আজ তার জন্মদিন। দিনটি ঘিরে বিশেষ কোনো পরিকল্পনা নেই তার। এ প্রসঙ্গে নোবেল বলেন, ‘গত কয়েক বছর ধরে আমার স্ত্রীর তত্ত্বাবধানে বিশেষ দিনগুলোতে কক্সবাজারের চকোরিয়া মসজিদ ও এতিমখানায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। আমার জন্মদিন উপলক্ষ্যেও ঠিক তাই করা হচ্ছে। আমার স্ত্রীর কারণেই আমাদের সবার জন্মদিনের পরিকল্পনা এখন অনেক বদলে গেছে।
এবার যেহেতু কর্ম দিবসে আমার জন্মদিন, তাই বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমার মেয়ে এরইমধ্যে ঢাকায় এসেছে। দু’দিন পরই লন্ডন থেকে ছেলেও আসবে। তখন হয়তো আমার জন্মদিন উপলক্ষ্যে একটা কিছু করা যেতে পারে-এমন পরিকল্পনাই রয়েছে।’