বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন




সৃজিতের সিনেমায় চঞ্চল চৌধুরী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১ জানুয়ারী, ২০২৩ ৭:৩৫ am
Suchinta Chowdhury Chanchal actor সুচিন্ত চৌধুরী চঞ্চল চঞ্চল চৌধুরী শিল্পী অভিনেতা Chanchal Chowdhury
file pic

ক’দিন ধরেই শোনা যাচ্ছিল কিংবদন্তি বাঙালি চলচ্চিত্রকার মৃণাল সেনের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। পরিচালনায় টলিউডের গুণী নির্মাতা সৃজিত মুখার্জি। তখন অবশ্য তারা কেউই খবরটি নিশ্চিত করেননি।

চঞ্চল কেবল এটুকু জানিয়েছিলেন, আলোচনা চলছে, এখনো চূড়ান্ত নয়। তবে এবার বিষয়টি প্রকাশ্যে এলো। তারা দু’জনেই নিশ্চিত করলেন, ‘পদাতিক’- নামের সিনেমায় এক হচ্ছেন সৃজিত-চঞ্চল। এটি নির্মিত হচ্ছে মৃণাল সেনের জীবন ও কর্ম অবলম্বনে। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর মারা যান মৃণাল সেন। এই বিশেষ দিনেই চমকপ্রদ খবরটি প্রকাশ করলেন নির্মাতা-প্রযোজকরা। সিনেমাটির একটি প্রাথমিক পোস্টার শেয়ার করেছেন সৃজিত।

সেখানে লেখা রয়েছে, চঞ্চল চৌধুরীই হচ্ছেন পর্দার মৃণাল সেন। সৃজিতের সেই পোস্টে মন্তব্য করে পোক্ত সিলমোহর দিলেন চঞ্চলও।

এদিকে ‘পদাদিক’কে নিজের অন্যতম চ্যালেঞ্জিং কাজ হিসেবে দেখছেন সৃজিত মুখার্জি। তিনি বলেন, ‘বায়োপিক বা ওই ধাঁচের ছবি আগেও করেছি। যেমন- ‘শাবাশ মিঠু’ বা ‘এক যে ছিল রাজা’। কিন্তু নিঃসন্দেহে এটা সবচেয়ে চ্যালেঞ্জিং! মৃণাল সেনের চরিত্রটি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এমন কাজের জন্য নিজের দেশ-শহরের কারও ওপর নয়, বরং চঞ্চলের ওপর আস্থা রাখলেন সৃজিত মুখার্জি।

জানা গেছে, ‘পদাতিক’-এ উঠে আসবে মৃণাল সেনের ব্যক্তিগত ও চলচ্চিত্র জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো। ছবিটিতে চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় করবেন টলিউডের মনামী ঘোষ, সম্রাট চক্রবর্তী প্রমুখ। জানুয়ারির মাঝামাঝিতে শুরু হবে এ ছবির শুটিং।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD