উইনিং ব্যান্ডের জনপ্রিয় ‘ঐ দূর পাহাড়ের গায়ে’ গানটি গাইলেন আসিফ আকবর। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেন তিনি। আসিফ বলেন, ইউনিং আমার প্রিয় একটি ব্যান্ড।
বিশেষ করে উইনিংয়ের মেইন ভোকাল জামান আলী চন্দন ভাইয়ের অনুরক্ত এক ফ্যান আমি। যৌবনের মন্ত্রমুগ্ধ সময় কেটেছে উইনিংয়ের গান শুনে, গাইতাম স্টেজে। সাহস নিয়েই কভার করলাম- ঐ দূর পাহাড়ের ধারে গানটি। ভুলত্রুটি মার্জনীয়।