শেষ ক’দিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হচ্ছে তীব্র শীত। এই শীতের মধ্যেই শুটিং করতে হয়েছে চলতি প্রজন্মের মেধাবী অভিনেত্রী অভিনেত্রী সামিরা খান মাহিকে।
শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে শীতকে উপেক্ষা করেই প্রাণ ম্যাঙ্গোবারের একটি বিজ্ঞাপনের শুটিং করেন এই অভিনেত্রী। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সাবিন। শুটিং সেটের অভিজ্ঞতা শেয়ার করে মাহি বলেন, জীবনে প্রথম এত শীতের মধ্যে শুটিং করলাম। এর আগে কখনো এমন অভিজ্ঞতা হয়নি। এমন ঠাণ্ডা পড়ছিল, মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাবে। তারপরও খুব আন্তরিকতার সঙ্গেই শুটিং করেছি। কারণ এটা আমার কাজ। যেকোনো পরিস্থিতেই আমাকে সেরাটাই দিতে হবে।
তিনি আরও জানান, এটি তার তৃতীয় বিজ্ঞাপনচিত্র। গত ঈদে প্রচারিত হয় তার প্রথম টেলিটকের বিজ্ঞাপনচিত্র। এরপর নন্দিত নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর নির্মাণে একটি ড্রিংকসের বিজ্ঞাপনচিত্র করেছেন তিনি। সেটি এখনো প্রচারের অপেক্ষায়।
এদিকে মাহি জানিয়েছেন, কয়েকদিনের মধ্যে পরিবারসহ ভারতের উদ্দেশ্যে ভ্রমণের জন্য যাত্রা করবেন এবং ফিরে এসে আবারো শুটিংয়ে ফিরবেন। প্রসঙ্গত, বাংলাদেশের যে ক’জন অভিনেত্রী সাফল্যের দিকে ছুটছেন তাদের মধ্যে সামিরা খান মাহি অন্যতম। ইতিমধ্যেই নাটক এবং টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে জিতে নিয়েছেন দর্শকের মন। ২০২২ সালে বাংলাদেশের জনপ্রিয় টিকটকার হিসেবেও সাফল্য কুড়িয়েছেন তিনি।