বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন




পুলিশকে আরও জনবান্ধব হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ মে, ২০২৩ ৪:৩৯ pm
Shahabuddin Chuppu chuppu সাহাবুদ্দিন সাহাবুদ্দিন চুপ্পু Shahabuddin Chuppu
file pic

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্যকে তাঁদের কার্যক্রমে আরও জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন রোববার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় এই নির্দেশনা দেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির বরাত দিয়ে তাঁর প্রেসসচিব মো. জয়নাল আবেদীন বলেন, পুলিশ সদস্যদের কাজ যাতে জনবান্ধব হয়, সেদিকে খেয়াল রাখতে বলেছেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেছেন, পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে। জনস্বার্থে বিভিন্ন মামলা নিষ্পত্তিতে পুলিশকে যথাসম্ভব তাড়াতাড়ি তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন তিনি।

রাষ্ট্রপ্রধান বলেন, তথ্যপ্রযুক্তির বিকাশের ফলে সাইবার অপরাধ বৃদ্ধি পাচ্ছে। সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের প্রত্যেক সদস্যকে প্রযুক্তিজ্ঞানে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে।

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি। ভবিষ্যতেও পুলিশের এই তৎপরতা অব্যাহত রাখার পরামর্শ দেন তিনি।

পুলিশের মহাপরিদর্শক তাঁর বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেসসচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন। [বাসস, ঢাকা]




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD