বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১০:১৪ পূর্বাহ্ন




ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর: অমুসলিমদের সালাম দেওয়া যাবে কি?

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২ ১:১৪ pm
Salam সালাম আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
file pic

শফিকুল্লাহ; খানসামা, দিনাজপুর> প্রশ্ন: অমুসলিমদের সালাম দেওয়া যাবে কি?

উত্তর: ইসলামিক স্কলারদের সর্বসম্মত বক্তব্য হলো অমুসলিমদের সালাম দেওয়া যাবে না। তবে শিষ্টাচারমূলক সম্ভাষণ করা যাবে। যেমন আদাব ইত্যাদি বলা। সালাম অর্থ শান্তি। মুসলমান পরস্পরকে সালাম দেওয়ার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে তার ওপরে শান্তি বর্ষণের দোয়া করেন।

রাসূলুল্লাহ [সা.] বলেন, তোমরা ইহুদি ও নাছারাদের প্রথমে সালাম দেবে না (মুসলিম, মিশকাত হা/৪৬৩৫)। তবে যদি তারা সালাম দেয় তবে শুধু ওয়া আলাইকুম (আপনার ওপরেও) বলে উত্তর দিতে হবে। [মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৪৬৩৭]

তথ্যসূত্র: মাজমুআ ফাতাওয়া উছায়মিন ৩/৩৩; আল-মওসুআতুল ফিক্বহিইয়াহ ২৫/১৬৮




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD