গোল পৃথিবীর দিন-রাত্রির হিসেব কষেই ঘুরে ঘড়ির কাঁটা। তাই প্রায় দুনিয়াজুড়ে উদযাপিত হওয়া খ্রিস্টিয় নববর্ষ পালিত হয় কোথাও আগে কোথাও অনেক পরে। দেশভেদে এসব উদযাপনের স্বতন্ত্র কিছু রীতি-নীতিও রয়েছে-
আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন, এই মুহূর্তে নতুন বছরের আতশবাজিতে উজ্জ্বল হয়ে উঠেছে নিউজিল্যান্ডের ওকল্যান্ডের আকাশ। ঘড়ির কাঁটা রাত ১২টার ঘরে চলে আসায় উদযাপন শুরু হয়ে গেছে অস্ট্রেলিয়ার শহরগুলোতেও।
এর আগে বিকেল বাংলাদেশ সময় বিকেল ৪টায় নতুন বছরের উদযাপন শুরু হয়ে গেছে কিরিবাতি, টোঙ্গা ও সামোয়ার মতো ওশেনিয়া অঞ্চলের প্রশান্ত মহাসাগরীয় কয়েকটি দ্বীপরাষ্ট্রে।