রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৯:১২ অপরাহ্ন




রপ্তানি আয়ের ডলারে ৫০ পয়সা বেশি দেয়ার সিদ্ধান্ত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩ ৮:৫৯ pm
Dollar রিজার্ভ Reserves Reserve রিজার্ভ remittance রেমিট্যান্স প্রবাসী আয় ডলার dollar
file pic

গত ডিসেম্বর ও জানুয়ারি মাসের রপ্তানি আয়ের ডলারের বিপরীতে অতিরিক্ত ৫০ পয়সা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসোসিয়েশন অব ব্যাংকার্স (এবিবি)। সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারির মধ্যে এই দুই মাসের আয় দেশে আনা হলে অতিরিক্ত এই সুবিধা দেওয়া হবে। অর্থাৎ এ ক্ষেত্রে রপ্তানিকারকেরা ডলারপ্রতি ১০৩ টাকা ৫০ পয়সা পাবেন।

এবিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেন বলেন, ডিসেম্বর ও জানুয়ারি মাসের রপ্তানি আয়ের ডলার আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে দেশে আনলে অতিরিক্ত ৫০ পয়সা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এসব আয় আনলে এই সুবিধা দেওয়া হবে।

জানা যায়, এর আগে নভেম্বর ও ডিসেম্বর মাসের রপ্তানি আয় নগদায়নের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হয়েছিল। চলতি মাসের ১ তারিখে রপ্তানি বিল নগদায়নে ডলারের দর বেঁধে দেওয়া হয়েছিলো। তখন বাফেদা ও ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির যৌথ সভায় ব্যাংকগুলো রপ্তানি আয় নগদায়নে ডলারপ্রতি ১০৩ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। তার আগে দেওয়া হতো ১০২ টাকা।

করোনার পরে দেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাড়াতে শুরু করে। এরপর অর্থনীতিতে আঘাত হানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর প্রভাবে গত বছরের এপ্রিল থেকে দেশে ডলার সংকট শুরু হয়। ডলারের এই সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ডলারের দাম বেঁধে দেয়। এতে সংকট আরও প্রকট আকার ধারণ করে।

এরপর গত বছরেরই সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক ডলারের দর নির্ধারণের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়। এ দায়িত্ব দেওয়া হয় এবিবি ও বাফেদাকে। এর পর থেকে দুই সংগঠনের নেতারা বিভিন্ন লেনদেনে ডলারের দর নির্ধারণ করে আসছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD