বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৮:৫৩ পূর্বাহ্ন




ট্রেনের ‘সোনার হরিণের’ জন্য লড়াই: সার্ভারে এক ঘণ্টায় ৫৫ লাখ ক্লিক

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ১০:৫১ am
rail ট্রেন rail ticket tickets online Point of Sales Railway buy train রেলওয়ে টিকিট যাত্রী রেল ভবন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন রেলমন্ত্রী কালোবাজারী ভ্রমণ টিকিটিং ট্রেন টিকিটিং পস মেশিন পাসপোর্ট নিবন্ধন এনআইডি জন্মনিবন্ধন সনদ আন্তঃনগর ফটোকপি আইডি কার্ড টিটিই জরিমানা রিফান্ড রেলের টিকিট রেল টিকিট rail railways রেলমন্ত্রী train Rail Railway Setu Bridge রেলওয়ে সেতু রেল ট্রেন train duel platform railway train
file pic

ট্রেনের আগাম টিকিট নামক ‘সোনার হরিণের’ জন্য রীতিমতো লড়াই চলছে। আজ বিক্রি হচ্ছে ২০শে এপ্রিলের আগাম টিকিট। ওই দিনের টিকিটের চাহিদা বেশি হওয়ায় আজ সকালেই রেকর্ড সংখ্যক ক্লিক পড়েছে সার্ভারে। টিকিট বিক্রি শুরুর প্রথম ঘণ্টায় ‘রেলসেবা’ অ্যাপসের সার্ভারে ৫৫ লাখ টিকিট প্রত্যাশী ঢুকেন। অথচ ২০শে এপ্রিলের টিকিট বিক্রি হবে মাত্র ২৭ হাজার। অনলাইনে শতভাগ টিকিট বিক্রির কারণে কমলাপুর কাউন্টারে তেমন ভিড় নেই। তাই টিকিট কেনার জন্য সবাই অনলাইনে চেষ্টা করছেন। নিয়ম অনুযায়ী সকাল ৮টায় শুরু হয় টিকিট বিক্রি। উত্তরাঞ্চল, ময়মনসিংহসহ যেসব এলাকার ট্রেনের চাহিদা বেশি সেসব ট্রেনের টিকিট এক মিনিটে শেষ হয়ে যায়।
কমলাপুর রেলস্টেশন সূত্র জানিয়েছে, সকাল ৮টায় রেলসেবার সার্ভার অন করার সঙ্গে সঙ্গে প্রায় ১১ লাখ ক্লিক পড়েছে সার্ভারে। এরমধ্যে প্রথম পাঁচ মিনিটের মধ্যে সেটা প্রায় ১৫ লাখ হয়ে যায়।

আর এক ঘণ্টার মধ্যে ক্লিক সংখ্যা ৫৫ লাখ ছাড়িয়ে যায়।
জানা গেছে, ৭ই এপ্রিল ১৮,৫০০, ৮ই এপ্রিল ২৫,২০০ এবং ৯ই এপ্রিল ২৪,৫০০ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। আজ ২৭ হাজারের কিছু বেশি টিকিট বিক্রি হবে। গত শুক্রবার থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়। গতকাল অগ্রিম টিকিটের বিপরীতে ১ কোটি ৮৪ লাখ মানুষ ‘রেল অ্যাপস’ এ হিট করছে। আগামীকাল ২১শে এপ্রিলের টিকেট বিক্রির মাধ্যমে শেষ হবে এবারের অগ্রিম যাত্রার টিকিট বিক্রি। তাই আগামীকাল আরও কয়েকগুণ বেশি চাপ থাকবে।
২২শে এপ্রিল ঈদ হবে এমনটা ধরে আজ সোমবার ২০ এপ্রিলের টিকিট বিক্রি হচ্ছে। স্বাভাবিকভাবেই গত তিনদিনের চেয়ে আজ কঠিন হবে টিকিট কাটা।




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD