বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন




নগর পরিবহনে যুক্ত হচ্ছে ১০০ ইলেকট্রিক বাস: তাপস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ৭:১৬ pm
holidays holiday পরিবহন transport strike TRANSPORT STRIKE bus halt বাস ধর্মঘট Bangladesh Road Transport Corporation brtc বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন করপোরেশন বিআরটিসি
file pic

চলতি বছরের মধ্যে ঢাকা নগর পরিবহনের বহরে ১০০টি নতুন ইলেকট্রিক বাস সংযোজন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (৯ মে) দুপুরে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৭তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় মেয়র এ তথ্য জানান। সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

মেয়র শেখ তাপস বলেন, ‘যদিও ছোটখাটো কিছু প্রতিবন্ধকতা রয়েছে, তারপরও ঢাকা নগর পরিবহন বীরদর্পে এগিয়ে চলছে। আমরা সুনির্দিষ্টভাবে এসব ছোটখাটো প্রতিবন্ধকতা চিহ্নিত করছি এবং সেগুলো সংশোধন করছি। আপনার জেনে খুশি হবেন যে, এ বছরের মধ্যেই ঢাকা নগর পরিবহনে বিআরটিসির মাধ্যমে ১০০টি ইলেকট্রিক বাস সংযুক্ত করবো।’

তিনি বলেন, ‘এর মাধ্যমে আমরা ঢাকাকে পরিবেশবান্ধব শহর হিসেবে এগিয়ে নিয়ে যেতে পারবো। বায়ুদূষণের যে তকমা আমরা শুনি, সেখান থেকেও আমরা এগিয়ে যেতে পারবো, বায়ুদূষণ থেকে মুক্ত হতে পারবো।’

পরীক্ষামূলক চালু করা ২১ নম্বর যাত্রাপথে ট্রান্স সিলভা পরিবহনের বিভিন্ন ধরনের অনিয়ম নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আমরা এ ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিয়েছি। ২১ নম্বর যাত্রাপথে ট্রান্স সিলভা ব্যর্থ হয়েছে। সুতরাং এ পুরো যাত্রাপথটি এখন বিআরটিসি দ্বারা পরিচালিত হবে।’

তিনি আরও বলেন, ‘বিআরটিসি সেটা নিতে আগ্রহ প্রকাশ করেছে। এজন্য ট্রান্স সিলভার সব অনুমতি আমরা বাতিল করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঢাকা নগর পরিবহনে তাদের যেসব বাস ছিল, যেগুলোর অনুমোদন দেওয়া হয়েছিল, সেগুলো আমরা জব্দ করবো। সুতরাং ২১ নম্বর যাত্রাপথ ও ২৬ নম্বর যাত্রাপথ বিআরটিসি দ্বারা পরিচালিত হবে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD