মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন




দেবে যাচ্ছে নিউ ইয়র্ক!

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ৯:৩১ pm
New York City নিউ ইয়র্ক শহর ওয়াশিংটন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা North America United States United State usa
file pic

নিউ ইয়র্ক দেবে যাচ্ছে। আকাশচুম্বী ভবনগুলোর ভার আর রাখতে পারছে না মাটির স্তর। এমন দাবি করেছে ইউএস জিওলোজিক্যাল সার্ভে এবং ইউনিভার্সিটি অব রোড আইল্যান্ডের ভূ-বিজ্ঞানীরা। তারা এ বিষয়ে গবেষণা করেছেন। তাতেই ধরা পড়েছে এই ভয় জাগানিয়া খবর। তারা সতর্কতা দিয়েছেন। বলেছেন, এত এত আকাশচুম্বী ভবনের কারণে চারদিকে ঘিরে থাকা পানির স্তরের তুলনায় নিচের দিকে নেমে যাচ্ছে এই শহর। একে বলা হয় অবনমন।

নিউ ইয়র্ক পোস্ট বলেছেন, নিউ ইয়র্কে আছে কমপক্ষে ১০ লাখ ভবন। এর ওজন প্রায় ১.৭ ট্রিলিয়ন পাউন্ড। এই গবেষণালব্ধ তথ্য প্রকাশিত হয়েছে ‘আর্থস ফিউচার’ জার্নালে।

গবেষণায় বলা হয়েছে, প্রতি বছর নিউ ইয়র্ক সিটি এক থেকে ২ মিলিমিটার করে অবনমন হচ্ছে। আরও বলা হয়েছে, সবচেয়ে দ্রুতগতিতে মাটির নিচের দিকে চলে যাচ্ছে লোয়ার ম্যানহাটানের মতো এলাকা। উদ্বেগ আছে ব্রুকলিন এবং কুইন্স নিয়েও। ইউনাইটেড স্টেটস জিওলোজিক্যাল সার্ভের শীর্ষ গবেষক এবং ভূ-বিজ্ঞানী টম পারসন্স তার গবেষণা রিপোর্টে লিখেছেন, বড় রকম বন্যার ঝুঁকিতে আছে নিউ ইয়র্ক।

বৈশ্বিক গড়ের চেয়ে উত্তর আমেরিকার আটলান্টিক উপকূলে ৩ থেকে ৪ গুন বেশি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে পারে। সেখানে গাদাগাদি করে বসবাস করা ৮৪ লাখ মানুষকে নানা রকম ক্ষতিকর অবস্থার মুখোমুখি হতে হবে। টম পারসন্স বলেন, তিনি আশা করেন তাদের গবেষণার পর ক্রমবর্ধমান বন্যা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে কৌশল নেয়া হবে।

তিনি আরও বলেন, তাদের গবেষণাপত্রে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়েছে। বলা হয়েছে উপকূলে, নদীর পাড়ে বা লেকের পাড়ে আরও আকাশচুম্বী ভবন নির্মাণ করলে তাতে বন্যার ঝুঁকি আরও বেড়ে যাবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD