বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন




কানাডায় ভয়াবহ দাবানল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৩১ মে, ২০২৩ ১১:২৪ am
অগ্নিকাণ্ড Wildfire দাবানল wildfire forest fire bushfire wildland fire rural fire unplanned uncontrolled unpredictable fire combustible vegetation দাবানল বনভূমি গ্রামীণ বনাঞ্চল অনিয়ন্ত্রিত আগুন পাহাড়িয়া অঞ্চল উষ্ণ তাপক-শিখা পোড়াতে বন। উঁচু গাছ ক্যানপি আগুন
file pic

কানাডার নোভা স্কোটিয়া প্রদেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই সেখানে বেশ কিছু বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। এছাড়া ১৬ হাজারের বেশি মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, নোভা স্কোটিয়ার বৃহত্তম শহর হ্যালিফেক্সের কাছে প্রায় ১৬ হাজার ৪শ মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে। স্থানীয় সময় রোববার দাবানলের কারণে সেখানে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয় হ্যালিফেক্সের স্থানীয় প্রশাসন।

২৫০০০ হাজারের বেশি একর এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। সেখানকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। আগুনে কমপক্ষে ২৫০টি ভবন ধ্বংস হয়ে গেছে। পুরো প্রদেশ জুড়ে দুই শতাধিক দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে আশার কথা এই যে, সেখানে দাবানলের কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সামাজিক মাধ্যমে অনেকেই দাবানলের ছবি এবং ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে বিশাল এলাকা জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে।

সোমবার এক টুইট বার্তায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই পরিস্থিতিকে অবিশ্বাস্য ও গুরুতর বলে উল্লেখ করেন। তিনি জানিয়েছেন, ফেডারেল সরকার সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD