বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:১২ পূর্বাহ্ন




সাশ্রয়ী মূল্যে সেরা ফিচার নিয়ে সিম্ফনি জেড৬০

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ৬:৫৮ pm
symphony logo symphony-logo সিম্ফনি
file pic

বাংলাদেশের সর্বাধিক বিক্রিত মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি এবার দেশের বাজারে নিয়ে এলো সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট এবং ৯০ হার্জ রিফ্রেশ রেটের সিম্ফনি জেড ৬০।

আজ থেকে সিম্ফনি মোবাইলের সকল আউটলেটে কার্বন ব্ল্যাক, হানি ডিউ গ্রীন, ইন্টেন্স গ্রীন এবং ফ্রস্ট ব্লু এই চারটি কালারে স্মার্টফোনটি পাওয়া যাবে অপারেটর বান্ডেল অফার সহ ৩জিবি ভ্যারিয়েন্ট ৯ হাজার ৯৯৯ টাকায় এবং ৪জিবি ভ্যারিয়েন্ট ১০৪৯৯ টাকায়।

ফোনটির অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রোয়েড ১২। ২০:৯ এ্যাসপেক্ট রেশিও’র এই হ্যান্ডসেটটিতে আছে ৬.৬ ইঞ্চ ইনসেল পাঞ্চ হোল ডিসপ্লে যার রেজ্যুলেশন এইচডি প্লাস বা ৭২০*১৬০০। ১.৬ গিগাহার্জের পাওয়ারফুল এবং পাওয়ার অ্যাফিসিয়েন্ট অক্টাকোর প্রসেসর ইউনিসক টি৬০৬ এর ১২ ন্যানো মিটার চিপসেট এবং জিপিউ ৬৫০ মেগাহার্জ। ৩ জিবি এবং ৪ জিবি র্যা মের দুটি ভ্যারিয়েন্ট আছে হ্যান্ডসেটটির । ইন্টারনাল স্টোরেজ আছে ৬৪ জিবি যা এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত। পাওয়ারফুল চিপসেট এবং ৬৫০ মেগাহার্য জিপিউ থাকার কারণে এসফল্ট এইট, কল অফ ডিউটির মতো হাই ডিমান্ডিং গেমগুলো খেলা যাবে অনায়াসে।

নতুন এই স্মার্টফোনটিতে রয়েছে ২.২ অ্যাপারচার এর ৫২ মেগাপিক্সেল ইউএইচডি রিয়ার ক্যামেরা যা দিয়ে তোলা যাবে মনোমুগ্ধকর এবং প্রাণবন্ত ছবি। সেলফি তোলার জন্য আছে ২.০ অ্যাপারচার এর ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরা ফিচারস এর উল্যেখযোগ্য ফিচারগুলো হলো এই আই মোড, বোথ ক্যামেরা পোট্রেইট, ওয়াটার মার্ক, অ্যানহ্যান্স লো লাইট ফটো, স্লোমো, প্যানোরামা, ফেস বিউটি।

পাওয়ার ব্যাকআপ দিতে এতে আছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি যা দিবে অনায়াসে দিন পার করার নিশ্চয়তা। দুটি ন্যানো সিম ব্যবহার করা যাবে এই স্মার্টফোনটিতে। মেমোরি কার্ডের জন্য রয়েছে আলাদা স্লট। এর ফেস আনলক ফিচার মুহূর্তেই ব্যবহারকারীর মুখাবয়ব রিড করতে পারবে। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট, প্যাটার্ন লক ও পাসওয়ার্ড। এছাড়াও এই ফোনটির বক্সেই পাওয়া যাবে ১৮ ওয়াট এর একটি ফাস্ট চার্জার যা দিয়ে ৫০ মিনিটে ৬০ পার্সেন্ট চার্য করা যাবে

প্রয়োজনীয় সকল সেন্সর যেমন জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর রয়েছে নতুন এই স্মার্টফোনটিতে।

আজ থেকে সিম্ফনি মোবাইলের সকল আউটলেটে কার্বন ব্ল্যাক, হানি ডিউ গ্রীন, ইন্টেন্স গ্রীন এবং ফ্রস্ট ব্লু এই চারটি কালারে স্মার্টফোনটি পাওয়া যাবে অপারেটর বান্ডেল অফার সহ ৩জিবি ভ্যারিয়েন্ট ৯ হাজার ৯৯৯ টাকায় এবং ৪জিবি ভ্যারিয়েন্ট ১০ হাজার ৪৯৯ টাকায়।




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD